আমার পাড়ায় আগের মত তুমি আর আসো না,
তোমার আনাগোনা কমেছে।


আমি একা থাকলে,
সবুজ সুন্দর প্রকৃতি দেখে,
ভাত শালিকের মায়াবী চোখ দেখে মনে পরে তোমায়


বাবুই পাখির ব্যাস্ততায়,শাল বনের মায়ায়,পাতা ঝরা বিকেলে,ধূসর সন্ধ্যায়,
তুমি মনে উঠে আস আমার;

চায়ের কাপের ঝড়ো আড্ডা শেষে, নিকোটিনের কামড় উপেক্ষা করে
তুমি ধোঁয়া হয়ে ভেসে আস আবার।


অতিথি পাখির ডানায় ;
গত শীতে পেরিয়েগেছ উরাল পর্বত
প্রচণ্ড ঠাণ্ডায় এখন উষ্ণতা খোঁজ তুমি।