বুকের ভেতর তোর জন্য যে ঘরটা
আলো জ্বলত সবসময় বাগান ছিলো পাশেই
বসন্তের ছোয়া গেলেই থাকতো
এখন তুই নেই তাই স্যাতস্যাতে অন্ধকার।


আমার জন্য অপেক্ষায় তোর
অভ্যাস গুলো তোকে ছেড়ে পালিয়েছে
একা তুই সোস্যাল মিডিয়ায় আবদ্ধ
স্ক্রল করে ব্যাস্ততা বাড়ানোর অভিনয় কত দিন
এখন তুই নেই তাই আকাশটা আমার।


এখনো কি জানালায় দাঁড়িয়ে মুচকি হেসে
দুষ্টু বাতাস কে কাছে ডাকিস
বাধাহীন আলিঙ্গনে বিলীন করে দিস
ভুলে থাকিস সুস্বাদু অতীত স্মৃতি
এখন তুই নেই তাই কালবৈশাখ বছর জুড়ে।


তোকে ভুলে থাকার চেষ্টায়
আমার ইচ্ছেরা স্বপ্নে ভেসেছে শেষটায়
ভাবতে পারিস কত উৎসুক মায়াবী সময় ছিলো
এখন তুই নেই তাই নদী আমার।