তুমি চলে যাওয়ার পর অচেনা উপকূলীয় ঝড়ে লণ্ডভণ্ড আমার সব
আমার প্রতিদিনের রুটিন,
শূন্য বার্তা বাক্স,
বোধির রিংটোন।

অপেক্ষার মধুমাখা কঠিন সময়।

আমার কানে এখনো বাজে তোমার উচ্চারিত কথামালা
আজ আমার বাসা চিনে যাও
কথা দাও সময় অসময় জানালার সামনে এসে দাঁড়াবে না।