কাকে জিজ্ঞাস করবো কেমন আছো
সবাই একই উত্তর দিবে মিথ্যে ভালোথাকার

কার কাছে বলি দুটো মনের কথা
সবারই মনে একই ব্যাথা

কে জানে কি হয়
ধান ক্ষেতের এখন বৃষ্টির ভয়

কেউ জানেনা কি হবে আগামীকাল
অস্থির সময়ে ভবিষ্যৎ নাজেহাল