"বাবুগো"
©চারণকবি বৈদ্যনাথ
......................................................................
(বাবুগো) চলছে এখন এই ভারতে আস্ত কলি কাল
আমি তুমি মা ভগিনী হতেছি নাকাল
(এখানে টাকা মাটি)
এখানে টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণের বানী
থাকলে টাকা হতে পারেন ভিক্টোরিয়া রানি।
(এখানে সবই আছে)
এখানে সবই আছে হাতের কাছে পয়সা যদি থাকে
ভেড়ার মতো ছুটবে পিছে সবাই লাখে লাখে
(বাবুগো ভাত ছড়ালে)
বাবুগো ভাত ছড়ালে কাকের অভাব নেইকো হেথায় ভায়া
আসল খাঁটি টাকা হেথায় বাকি সকল মায়া
(বাবুগো পয়সা দিলে- দাদাগো পয়সা দিলে)
দাদাগো পয়সা দিলে সবই পাবে
ইলেকট্রিকের চুল্লি চিতায় আরাম করে পুড়তে পাবে
ইচ্ছে হলেই স্বগগে যাবে।
(এখানে পয়সা দিলে)
এখানে পয়সা দিলে সব পাওয়া যায়
সস্তা দরে মানুষ বিকায়  
গৃহের বধূ ঘরের মেয়ে
ডানাকাটা পরি পাবে
প্যাঁচা পাবে পেঁচি পাবে,পেঁচির মা-ও সঙ্গে যাবে।
(বাবুগো পয়সা দিলে-দাদাগো পয়সা দিলে)
দাদাগো পয়সা দিলে
বগলকাটা ব্লাউজ পাবে
হিপি পাবে জুলপি পাবে
গন্ডা দরে গুন্ডা পাবে
খবর-কাগজ সম্পাদকের কলমটাকে কিনতে পাবে
রিপোর্টারের রির্পোট পাবে
সাহিত্যিকের মগজ পাবে
ধর্মগুরুর ধর্ম পাবে
মন্দির মঠ তীর্থ এবং ভগবানের আখড়া যত
সবকিছু ভাই হাতের মুঠোয়
                        এসে যাবে।
(এখানে পয়সা দিলে,বাবুগো পয়সা দিলে....
দাদাগো পয়সা দিলে)
এখানে পয়সা দিলে
হুইস্কি রাম ব্রান্ডি বিয়ার
বোতল বোতল মা কালী আর
বিধানসভার টেবিল চেয়ার
এম.এল.এ আর মন্ত্রী পাবে
রাজনীতিবিদ চামচে পাবে
দিল্লী যাবে বোম্বে যাবে
যা খেতে চাও সবই খাবে
ফাউল,ভেড়া,ছাগল,শুয়োর
মুখরোচক মাংসকারি
গঙ্গাজলে সিনান করে
যেতেও পারো মামার বাড়ি
কিংবা কাঁধে গঙ্গা নিয়ে
দমের ঝোঁকের হাঁটতে পারো
বারোয়ারি পূজোর চাঁদায়
চন্দ্রলোকেও যেতে পারো।
(এখানে টাকার জোরে)
এখানে টাকার জোরে সবই পাবে
চাকরি পাবে,খেতাব পাবে
ইউনিভার্সিটির ডিগ্রি পাবে
হরেকরকম পারমিট পাবে
বড়বাবু মেজবাবু
সেজবাবুর কৃপা পাবে  
আদার্লি আর দারোয়ান
বেয়ারা আর পিওন যারা
পয়সা দিলে তোমার কাজের
তদবিরী সব করবে তারা।
(বাবুগো পয়সা দিলে..দাদাগো পয়সা দিলে
                                 এখানে পয়সা দিলে)
এখানে পয়সা দিলে
সব পাওয়া যায়
কোর্টের আইন কিনতে পারো
হাকিম পাবে,হুজুর পাবে
বিচারপতির বিচার পাবে
যা খুশি চাও পাবেই তুমি
ধন্য স্বদেশ,ধন্য স্বরাজ  
ধন্য আমার জন্মভূমি।।