"কানামাছি"
✍চারণকবি বৈদ্যনাথ
.........................................
আমাকে তুই কেমন ক'রে ছুঁবি
দু-চোখে তোর কানামাছির ভোঁ.....ভোঁ
দুরন্ত এক ঘোড়ার পিঠে চ'ড়ে
আর কতকাল দাঁড়িয়ে আমি রবো ?


বুকের বোতাম এবার দে'না খুলে।
হৃদয়টাকে হাওয়ায় এনে দে'না
ছড়িয়ে দে তুই ভালোবাসার কড়ি
আমি যে তোর চিরকালের কেনা ।


সকাল থেকে দুপুর কেটে গেছে।
বিকেল গেল, সন্ধ্যে যাবো যাবো
ঠাকুমায়ের শোলক গেছে থেমে
এখন কি তোর স্পর্শ কিছু পাবো ?


চোখের বাঁধন মনের বাঁধন খুলে
বুকের বাধন আলগা করে দে'না
পড়ন্ত এক যুগের যাতনাতে
চুকিয়ে দে তুই ভালোবাসার দেনা ।


আকাশ থেকে মাটিতে আয় নেমে
শঙ্খচিলের শুভ্র ডানায় চ'ড়ে
জীবন জুড়ে চরম জটিলতা
হৃদয়টা আজ বড়োই যে নড়বড়ে।


আমাকে তুই কেমন করে ছুঁবি
দু-চোখ যে তোর রুমাল দিয়ে বাঁধা
বাঁধন খুলে আগল ভেঙে দিয়ে
ঘুচিয়ে দে তুই কালিদাসের ধাঁধা ॥