____একটা প্রশ্ন থেকেই যায়


একটা প্রশ্ন থেকেই যায়
শত সহস্র প্রশ্নের মাঝে;
ঠান্ডায় বরফ জমে শৈত্য
বিন্দু বিন্দু শিশির ফোটার মৌনতা।


চুয়ে পড়া বরফ গলার নৈঃশব্দ
ক্ষয়ে যায় কতক স্বপ্ন ক্ষণ?
আমলকীর ডাল তখন পত্র হারা
নাঙা ডালে শিশির স্ফটিক দানা হাসে।


ঋতু বদলের ক্ষণেই এমন নিঃসঙ্গ
নিত্য বয়ে চলা নদীর কেমন যৌবন?
জোয়ারে ভাটায় আচ্ছাদিত পুনঃ পুনঃ বার
জীবন গল্প ক্ষয়ে ক্ষয়ে যায়
প্রবাহ মান, নিঃশব্দে।


আজ ১১ পৌষ ১৪২৯