_______হাজার কালের ফারাক


কত কথা রইল না বলা?
সুপ্ত সিঁথান থেকে আমলকীর বনে জোছনা বিবর
কত কত অজানা পথে হারিয়ে গেল।


সপ্ত ডিঙ্গা ভাসান সমারোহে; যতটুকু ছিল স্বপ্ন ঘন আবির
ঘোর লাগা তন্দ্রার মতো আচমকা মিইয়ে যায়
বায়ু ঘণঘটায় জেগে উঠে চিতল হরিণ
অমানিশার তন্দ্রায়, ছুটে বেড়ায় সুগন্ধির নেশায়
মোহ কাটে না, মোহ ছুঁয়ে মোহ বাড়ে
কতক বিরহের বহি:শিখা বুঁদ বুঁদ হাওয়া মেলে ধরে
আপানারে করিতে লেহন মর্ম বেদনায়;


সে তো হারিয়ে গেল
মহা রনে মহা প্লাবনে যখন সিথানে তার ঘুমে মগন
স্বপ্ন বিভাস আলো খেলে যায় দিশাহারায়,
নিত্য নতুন ক্ষুধায় তারে তাড়িয়ে বেড়ায়, আচমকা বিহ্বল
সনাতন মিছিলে সেও ছিল অগ্র ভাগে
দিয়ে ছিল সজাগ মন্ত্র বিলাপ, ধুয়েছিল সেদিন নষ্ট বীজে
শিশির বিন্দু, অমোঘ আলোয়।


কত কথা রইল না বলা?
তমা বিনে আমাতে, হাজার কালের ফারাক।


১৪২৯/ বৈশাখ/ গ্রীষ্মকাল।