========এক বুঁনো সর্বনাশ


পথিক বর
তার পথে হাঁটার বিড়ম্বনার পরেছে বহুবার
কিন্তু পথ চলার টান টা টুনে না
কথায় বলে না, সর্বনেশে লম্বাটে
রাবারের মতো বারতে থাকে! ছিঁড়ে না
ঝরাপাতার স্তূপে
মর্মধ্বনী বাজে অহর্নিশি
যাতনায় পরাহত নিশ্চল জর মাটির কোলে
পথিক তাই সদা প্রস্তুত
চলার পথে বারং বার, চেয়ে চেয়ে
অতীত ভ্রুম
মরীচিকার আলোর প্রলুব্ধ
বুঝে নিয়েছে সে তার ধুলোর বৃত্ত
পথের শাখা প্রশাকার জালে ভিমরি খায় অবলীলায়
চলতে পথে থেমে যায়
একটু বিশ্রাম
আবার পথের বাঁক পেরুবার তারা
বেলা যে গড়িয়ে সাঁঝ লালিমার নঙ্গরে
তাই তো আলো ফুরবার তারায়
পা চালায় পথের পর পথ
অমানিশার স্বপ্ন বুনে কবিতার থরে থরে
এক বুঁনো সর্বনাশ।


আজ ১৫ ফাল্গুন ১৪৩০