_____অন্য অবয়ব


ধরণীর পূর্বাচলে
নেচে ছিল রংধনু ঐ আকাশের পরে
মেঘ বালিকা সদা হাস্যজ্জল মুখে দাঁড়িয়ে তোমার সমুখে
বৃষ্টির কবিতা শোনালো একখান;
সাথে ঝির ঝিরে বৃষ্টিতে ভিজিয়ে ছিল খানিক
চঞ্চল কাঠবিড়ালীর মতো পালিয়ে গিয়েছিলে সেদিন
ভিজে যাওয়ার ভয়ে।


তন্দ্রার আড়মোড়া ভেঙ্গে
জেগে উঠলে যখন; তখন গড়িয়েছে বেলা মেঘ পালিয়েছে
কুয়াশা ঢেকেছে বিকেলের বিমর্ষতা!


গরম কফির ধুঁয়া তুলে
ঠোঁটের আড়ষ্টতা কেবলই; যখন সৌজন্যতায় মত্ত
তখন খসে পড়ে তোমার পিছনের ফেলে আসা বিপন্নতা
যে গুলা ছিল তুচ্ছ অতি!
আবাহনে সময়ে মিইয়ে যাওয়া
এখন তা কৃষ্টাল দানার মতো জেড পাথর বুনে গেছে
তা, কি করে হয়?
খেড়ো খাতা হলুদ বর্ণে তুচ্ছ সে তো
এর আবার মূল্য কি?
সেই ভাবনাতে আকাশে আজও শঙ্খচিল উড়ে
সে কি তোমার ছাই চাপা? অন্য অবয়ব


১৪২৬/ পৌষ/ শীত কাল।