_______হরেক রকম খেলা


বাতাস ভরা বেলুন মাঝে
বসে রই চুপটি করে; মধ্য গগন পাড়ে
উজান ভাটির হাওয়া গায়ে
মেঘের চাতাল পরে;
রইছি ভেসে মধ্য গগন পাড়ে।


বেবস নই চোখ খোলা মোর
বিস্ময়ে দেখছি শুধু শিশুর মতো; এদিক ওদিক চেয়ে
নীল, লালিমা খানিক শূন্য লয়
সুদূর চেয়ে চেয়ে দেখছি কত মেলা?
এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছি, হরেক রকম খেলা।


এমনি করে বাতাস বেলুন
শূন্য মেলায় ঘুরে; দিগন্তের ঔ মেঘ চাতালে
ঠেস দিয়ে যেই বসে
ঝুম ঝমাঝম্‌ বৃষ্টি দিয়ে বেলুনের গা ভিজে
সপ্ত রং এর রংধনু; স্বপ্ন বিভাস আঁকে।


১৪২৮/ভাদ্র/শরতকাল