--------বৃত্তের বিন্দুতে লাগিয়ে রসি


বৃত্তের বিন্দুতে লাগিয়ে রসি, ঝুলে রই বেলুন ঝুলা
সেই বৃত্তে রইছি সবাই এলিয়ে শরীর, যেন দোলনায় দুলা।
হাওয়ায় দোল লাগে এদিক ওদিক, ঘুরিয়ে ঘুরিয়ে বৃত্ত চলে
সেই বৃত্তে আমরা চলি অহর্নিশ, বৃত্তে আঁকা পথে পথিক হাঁটে।
পথিক খরায় বটের ঝুড়ির গায়, বৃত্ত টেনে টেনে বেলা ঢলে পড়ে
ধুলোর বাউরি পথ মাড়িয়ে যায়, হাওয়া বৃত্তে একলা খেলিয়ে মরে।


একলা বৃত্তে একলা চলি মোরা, সেই বৃত্তে একলা তুমি স্বপ্ন হরা
সেই বৃত্ত স্বপ্ন ছোঁয়া উঠলো আকাশ পানে, ঘুরে ঘুরে সর্বনাশা।
লোভ লালসার বিষম বানে, উঠল ভরে এবার বৃত্ত কোলাহলে
ক্ষুধা তৃঞ্চায় কেউবা বাঁচে রঙ্গরসে, কেউ বা মরে জরাজীর্ণ মোহে।
এমনি কত দ্রোহ বিদ্রোহ বৃত্ত মাঝে, তবুও একটুকরো স্বপ্ন জেগে উঠে
তবুও বৃত্ত এমনি রয় গড়িয়ে গড়িয়ে সময় যায়, বৃত্ত সেই রসিতেই ঝুলে।


বৃত্ত মোদের জীবন মরণ দশা, বৃত্ত রয় সাথে সাথে তুচ্ছ পৃথিবী কনে
জগত কালে কালের কালে, বৃত্ত শুধু পরিনামের ইতিহাস বুনে।


১৪২৬/ বৈশাখ/গ্রীষ্মকাল।