______আকুলতায় ফেরা


আমাকে পোড়াতে
যদি নিত্য নতুন খেলা জুড়ে; ঝরে পড়া পাতা নিঃস্ব
বড়ই নিঃস্ব একা। কোথায় সে পড়ে রয় ধুলো গায়ে মেখে?
অজানারে জানিতে পথিক খুঁজে ফিরে।


আমি আমার পথিক সম পাদুকা বিনে
হাঁটিতে পথে পথে; আমের বোলে গন্ধ ভাসে বনে বনে
নাঙা সজনে ডালে সজনে ঝুলে
বসন্ত হাওয়া গায়ে মাখে।
নৈঃশব্দ্যের চাতালে ঐ
কইতর ডেকে ডেকে সারা বাকবাকুম, বাকবাকুম
নন্দন প্রহর গুনে গুনে পথিক শুধায়;
কার্নিশে তার চড়ুই খুনসুটির ডেরা।


পথিক আমাতে
প্রত্যহ, মায়ার আকালে ভাসায়; সে কি মায়াময়?
দৈন্যদশা ফিরে পায়, যোজন যোজন বিজন ভ্রুমে
খানিক পরে বিবস বসনে
আকুলতায় ফেরা।


বসন্তকাল/চৈত্র/১৪২৮