ভুতু সোনা হচ্ছে বড়


ভুতু সোনা হচ্ছে বড়
ছড়ায় ছাড়ায় কয়,
কবিতা পড়া কঠিন বেশ
সুর লয় কেটে যায়।


কবিতা ছড়া ফারাক না কি?
ভাবে মনে মনে,
ছন্দ ভেদে কবিতা ছড়া
ধরে নানান বেশ।


কানে বাজে বাতাসের গান
পাখির কলরব যত,
ফুলে ফুলে ভ্রমর ঘুরে
গুনগুনিয়ে গানের সুরে।


প্রজাপতির গায়ে একি রং?
ছন্দের মাতোয়ারা
ফড়িং ডানায় হাওয়ায় ভাসে
ভুতু দেখে দিশেহারা।


===১৪২৫/কার্তিক/হেমন্তকাল।