______পোড়া বিরহ শুধুই পোড়ায়


বাধিতে তার সময় গেল বইয়ে
সপ্তডিঙ্গার বাসনা বিলাসে;
ক্ষয়ে গেছে
কালের গায়ে পিঠ চাপড়ে
হতাশায় ডুব, যখন অমানিশায় বেণু বাজে
চটকদার পথিক বেশ আমোদেই
পথে গেছে হেটে
ঠাওর করতে পারে নাই
শরীরের সাথে ছায়া যে মেইয়ে গেছে
উদাস আকাশ, উদাস মেঘ
উদাস হাওয়া যায় বয়ে প্রণামী পদ চুম্বনে তারই।


খোলা বাঁধন, বাধা হয়নি আর
জীবন বিলাপের মতো
ঝরা নাঙা সজনে ডালের প্রত্যহ আত্ম দহন
তারই মতো কুঁড়ে কুঁড়ে খায়
অমোঘ যন্ত্রণা।


আজ তার যন্ত্রণার ভাগিদার হাওয়া গুনে বিদ্রূপ
পলে পলে খসে পড়ে পাতা ঝরা মতো
নিত্য আশায়।


ক্ষয়িঞ্চুকালে, পথিক হাটে অবেলায়, ঠোটে চিকন হাসি ছড়িয়ে
পোড়া বিরহ শুধুই পোড়ায়।


১৪২৯/বৈশাখ/গ্রীষ্মকাল।