______টলটলে জল


জলে টইটম্বুর, আষাঢ়ে মেঘের গা
দল বেঁধে ছুটাছুটি, গোল্লাছুট
জল ফুরাইলে হরিলুট।


আষাঢ়ে ঢল নামেরে,
মেঘের দের নানা দল, চাতাল চাতালে
সাজেরে; ঘন দেয়া ঐ, মেঘ মেঘমল্লার
ডমরু বাজে রে।


আষাঢ়ে জলে ভাসে ঐ
মাছের পোনার ঝাঁক, পড়েছে রঙ্গিন শাড়ী
শেওলা তলে; টলটলে জল
ঐ দ্যাখো করে ছুটাছুটি।


১৪২৮/আষাঢ়/ বর্ষাকাল।