=====মেঘের পর মেঘ ভাসে ঐ
দেখার প্রাচুর্য
অতীব মহনীয়; স্বাদ মিটে না
মেঘের পর মেঘ ভাসে ঐ
সীমানার ওপারেও মেঘ ভাসে যে
যত্রতত্র বৃষ্টির ঘ্রাণ ভাসে শব্দে;
ঝর ঝর পর পর
তর তর সর সর
শন শন গন গন
ফর ফর কর কর
শিন শিন ফিন ফিন
কন কন চিন চিন।
ও দিকে মেঘ মল্লার গর্জণ
মেঘের ঘর্ষণে মেঘের কম্পন
আধো কালোয় গর্জে চারদিক
বর্ষণে বিদ্যুৎ চমকে নিনাদ ঘন্টায়।
আজ ৯ শ্রাবণ ১৪৩২