________মতিচুর মেঘ বালিকা


নদীর যৌবন
ফুলে ফেঁপে উঠবে বলে আষাঢ়ের সুরতহাল রির্পোটে
মেঘের আনাগোনা প্রতীয়মান হয়।
গাছেদের ছায়ায় ম্রিয়মাণ হাওয়া এলোমেলো
ঘাসেদের জলের ছোঁয়ায় সে কি মাদকতা
সবুজ মৌনতার।
সন্ধ্যা প্রহর নামে
আকাশ জুড়ে মেঘে মেঘের সাজ
মেঘের কার্নিশে আলোর ছোটায় চিক চিকে মেঘের কনকাঞ্জলি;
পাখিদের মিরাকেল অবয়ব তোমায় ডেকে সারা।


মতিচুর মেঘ বালিকা
মেঘের চাতালে চাতালে ছুটে বেড়ায়
তোমার বিরহ পোড়া আধেক জীবন, মেঘের ধোঁয়াশা
লুকিয়ে থাকে মেঘ বালিকার সনে।


অহর্নিশি প্রেম জ্বালাতন স্মৃতি তোমার
মেঘ কঙ্কালে ভেসে বেড়ায় সমুখ পানে। চঞ্চল ক্ষয়িষ্ণু!
আঁকা ছাঁপে দ্রুত ঘোড়ার ছুটে চলা।


আজ ৮ আষাঢ় ১৪৩০