________রং মশাল


এমন যুগ প্রহরে
তার সাথে কথা হয় না কত কাল? কত কত বর্ষা শরৎ?
হারিয়ে গেল সময়ের আপেক্ষিক অম্লতায়; তলানিতে রইল পড়ে জমা
থিতানো রং মশাল।


কথা হয় না, দেখা হয় না
তা তে কি বা আসে যায়? চন্দ্র বদ্‌লায় না কভু
বদ্‌লায় না সূর্য্যি তার প্রহর আধার আলোতে ঢাকে
তাই তো সেই দেরাজ খুলে
রং মশাল জ্বলে।


কি বা আসে যায় কার কিবা তাতে?
সেই যে রইল পড়ে তলানির রোশানলে;
যন্ত্রণার আকর কুড়িয়ে বাঁচে
সয়েছে সই! জনম ভরা আগুপিছু না ভেবে
তারই লাগি মনটা কেন বারে বারে পুড়ে।


সবাই জানে রং মশাল
রং রসের খেলা; সেই তোর প্রেম পোড়া ছাই
উড়ে উড়ে দিশে হারা।


আজ ৪ কার্তিক ১৪২৯