___________দিবস ও রজনী


কত দিন পর দেখা?
কত দিন পর কথা হলো বলো?
এর মাঝে সময় ক্ষয়েছে কত?
কত, কতবার নদীর জোয়ারে ভাটা ফুরাইল?
কত, কতবার আধেক জোছনা লুকাইল?
কতবার কত বসন্ত ফেরারি আজও?
কত, সবুজ পাতা ঝরে গেল?
কত বরষে নদীর গায়ে নদী ভেসে যায়?


___তুমি তো ছিলে
ঝুলন্ত বারান্দায়
উঁকি দেয়া মেঘের চাতালে উড়ন্ত সিঁড়ি
সেই সিঁড়িতে হাজার বছর ধরে বসে দোল খাওয়া;
মেঘেদের সেই চাতালে।


স্বয়ংবর বাসরে দু'জন নিত্য নীলের আবির মাখা বৃষ্টির স্নানে মগন।
বৃষ্টির মেঘ খসে পড়ে দিগন্তের গায়
মেঘমল্লার দল হারিয়ে গেল অজানায়
তুমি সেই রয়ে গেলে বৃষ্টির চাতালে; মেঘ বালিকা সনে
তুমি ফিরবে বলে!


বৃষ্টির ফোটায় চন্দনা ভিজে
আশ্বিনের সাদা মেঘ যেন কাশফুল উড়াল ডানা মেলে
শঙ্খচিল সনে উড়ে যায় ঐ দূর আকাশে।
তুমি ফিরবে বলে!
দিবসের আলো ক্ষয়ে আসে চন্দ্র ডুবে যায়
তারার রংমশাল শূন্যতা মুছে যায়
ঝলমলানো তারার রশ্মি; সৌর পথের বিভাস রঙ্গে মাতে।
সমুদ্র বুকে বিন্দু জল তুচ্ছ অতি সিন্ধুতে
আকাশ নীলের মহা শূন্যে উড়ে শঙ্খচিল
কোন সে পথের বিপন্ন এ?


১৪২৯/আশ্বিন/ শরৎ কাল।