______স্বপ্ন শোক


আমার সিঁথানে এখন, স্বপ্ন শোক" সহবসণে
সহ যাপনে নিত্য বিছানায়;
আমার ছায়ায় আমাকেই গ্রাস করে। শব যাত্রা যেন
অপেক্ষা ক্ষণে ক্ষণে
স্বপ্ন বিরহে কেঁদে ফিরে; অভিমানী রাত।


যে রাত আমার পাহারায় নিত্য রত
সে রাত  আজ যে বড়ই ক্ষুধার্ত স্বপ্ন শোকে
আমার বিছানায় নিত্য আঁধার খেলে
আঁধারেই রাত্রি আমার অভিমানে ডুবে থাকে।


আমার ছায়া আমাকে বুঝিয়ে দেয়
বৃক্ষের মতো করে; স্বপ্ন কে কুড়াইও না আর
সে তো প্রলুব্ধ বাসনার ছায়া মাত্র! পুঁজিত বাসনায়
একদিন নিঃস্ব হবে নিশ্চয়।


সে দিন বৃক্ষের ছায়া আর তোমার ছায়া,
শোক যাপনে মেতে উঠে হরষে।


১৪২৮/কার্তিক/হেমন্তকাল।