______শূন্যতা ক্ষয়ে ক্ষয়ে এখন এক যন্ত্রনার ঘোর


এখন তোমার দুঃগুলোর সাথে
ঝুলে আছে চড়ুইয়ের ঝাঁক।


বারান্দা কার্নিশে; লতানো সেলুকাট শুকিয়ে গেছে
ইজিচেয়ার টা ধুলায় মলিন
বসার অবকাশ কই? গোল্ডফিস মরে গেল একদিন
এখন শুকনা একোরিয়াম।


বোবা সময়
শূন্যতা ক্ষয়ে ক্ষয়ে এখন এক যন্ত্রনার ঘোর
সেও ঘর ময় অবগাহনে দিন যাপনে সাথে
মৃত্তিকা ঘন আঁধার নেমে এলে;
অসহায় তোমার মুহূর্তগুলো বাজায়
বেঁচে থাকার যুদ্ধের মাতম!


সে কি দ্রোহের উল্লাস? মুক্তির মিছিলের মতো
কি হলো তোমার এবার আগল খুলো?
বোবা সময় অভিমান ভুলে যায়
এবার জীবনের তরে না হয়; ফিরে এসো অহমিকা


আজ ১২ পৌষ ১৪৩০