______ক্ষয়ে ক্ষয়ে বার বাড়ন্ত


চেতন ফিরে পাপ-পণ্যের নিঃশেষ হবার কালে; মাস্তিতে চলে
কিশোর যৌবনে ধার নাহি ধারে। কথা চলে
আগ বাড়িয়ে পর্বত জয়ের নেশা
কথায় যে, যায় ক্ষয়ে তার নাই দিশা।


নেশার তরে গড়িয়ে গড়িয়ে পাপের পায়ে হাঁটা
ছুটে ছুটে ভাটির বেলা তার নাই যে দেখা।
টের পাইলে ও তার কে বা রাখে; কোন ছার, নিতি বাক্য উড়ে
কে বা, কে তাতে কান দিয়েছে? ক্ষয়ে যাওয়ার আগে।


যাচ্ছে ক্ষয়ে, যায় যায় চুইয়ে চুয়ে নিঃশেষ; ঘুণে ধরা কাঠের মতো
ভিতরে যে সব শেষ। তাতে কি?
চোখ নাহি পড়ে ইতিহাস যে তার কথাই বার বার বলে।


ক্ষয়ে ক্ষয়ে বার বাড়ন্ত
অমানিশার মতো কোন সে মোহ রেখেছে ধরে?
মাখাল ফলের সাজে। যেতে যেতে অবেলায় সে কথাই যে
মনে পড়ে। পাপ-পণ্যের নিঃশেষ হবার কাল।
মৃত্তিকায় সঁপেছে প্রাণ, ঐ বৃক্ষ যে।


১৪২৮/হেমন্তকাল/কার্তিক।