=যে টুকু আলো ছিল অসীমে তাহাতেও কাড়াকাড়ি


যে টুকু আলো ছিল অসীমে তাহাতেও কাড়াকাড়ি
শূন্য হতে খসে পড়ে
শূন্যের লাগাম টেনে টেনে; ফুরায় না তবুও
ছিটে ফ'টা এলো চুইয়ে চুইয়ে
বৃষ্টির বেদম বিষন্নতা!
আঁধার ঘনালে যে রুপ
মেঘলা আঁধার।


মেঘ ঠেলে ঠেলে
মেঘের গাদায় মেঘ লুকায়;
আলো ঠিকরে বেরবার স্বতন্ত্র পথ খুঁজে খুঁজে
কুয়াশার আবিরে ঢাকে।
এমনি নন্দন ভ্রুম
আকাশ বাতাস কোলে সাঁঝ ঘনালে
দিন ফুরালে;
রাত্রি যাপন মেলা।


নক্ষত্র বেলা
জেগে উঠে কোটি কোটি তারকা পুঞ্জ মেলা
খানিক গড়িয়ে জোছনা বিভাস
রোমাঞ্চিত মন্ত্র বিলাপে জাগে।


আজ ৯ আশ্বিন ১৪৩০