--------শঙ্খচিলের খসে পড়া পালক


আজ এ কোন নেশা পেয়ে বসেছে?
পাখিটার, শঙ্খচিল বুঝি!
উড়বার বাসনায় মেতে ঐ সুদূর মেঘ ফুঁড়ে
নীল ছুঁয়ে উড়ে।
পালকে তার কবিতার ঝলক উন্মনা, উম্মাতালে
ভালবেসেছিলে বুঝি! উন্মাদনা
সে কি যৌবন লজ্জাবতীর শিহরণ?
ভুলে কি করে? তাই তো উড়ে উড়ে পুড়ে
বেলা অবেলা পিছন ফেলে;
বিরহে সুখ খুঁজে, আমৃত্যু প্রেম সুধা রসে
প্রেম নেশা বায়ুর মতো ছুঁয়ে যায় আপাদমস্তক তার
জুড়ায় না দ্রোহে! কদাচিৎ উড়ে উড়ে
শঙ্খচিল নীলের সুধা পানে মাতাল প্রেমে লীন!
ছুঁয়ে যায় বিরহী প্রদাহ
খসে পড়া পালকে হরিৎ বর্ণ পিঙ্গল বাহানা;
ধরাধামের বিদ্রূপ ভুলে রয়।


ক্রান্তিকালের বিবর্ণতায়
কুড়িয়ে নিয়েছি খসে পড়া পালক তার একখান;
কবিতার পুনঃ জন্মের আশায়! মুছে যায় কালের নৈমিত্তিক
কবিতার সংগ্রহ শালা; হারিয়ে যায় হাজার হাজার কবিতা
মৃত্তিকার সধোনালয়ে লুকিয়ে যায় কত কত সভ্যতা?
আমি কেবলই হয়ে উঠি, শঙ্খচিলের খসে পড়া পালক।


আজ ২৭ জ্যৈষ্ঠ ১৪২৬/গ্রীষ্মকাল।