______আঁজলা ভরা দক্ষিণা সমীরণ


কত টুকু মৃত্যু শেষে স্বস্তি ফিরে পাই?
বাঁচা মরা শূন্য হাত তাই রে নারে তাই;
শূন্য হাত, এক চিমটি বাতাস ছুঁইয়ে বেশ
শূন্য হাওয়া, কোথায় খুঁজি নিঃশ্বাসেই শেষ।
এমন যদি গতিবিধি সচল জীবন কই?
মাতৃহারা শিশুর মতই ক্রন্দন সয়ে রই।
কালের গায়ে কালের ঘা দগদগিয়ে রয়
লেখাবে বলে নতুন ইতিহাস কালের গা' সয়।


এ তো গেলো সর্ব সহা মানব জীবন সয়
কত মৃত্যু কত জীবন তার খতিয়ান ক্ষয়?
কত মৃত্যু? কত কালে, কত ইতিহাস জীবণ্মাম রয়?
কত কত জীবন শেষে মুক্তির মিছিল হয়?
এমনই জীবন কাঁদা হাসা, যাতনা যত সয়ে;
হাওয়ার ক্ষতে ফিরে আসুক; আঁজলা ভরা দক্ষিণা সমীরণ।


১৪২৮/শ্রাবণ/১৯