- মিহি দানার প্রক্ষালন


না দেখা পাতা উল্টালেই
কবিতা বুনে যায়, যেন যাপিত নগরের গহন লাগা তন্দ্রা
পুড়ে যায় বিভ্রম দহনে।


এখন তীব্র মৃত্যু শোক কোলাহল
দিকে দিকে চারিদক; লুট হয়ে যায় সম্ভ্রম প্রকাশ্য দিবালোকে
বিদগ্ধ মনন আজ প্রশ্ন ছুঁড়ে দেয়!
কে বা কার? কার দায় সভ্য নগর?
ফিরে আসে না আর; সুখ সনদ সু-শ্রী রুপে কদর্য্য মুছে
দেহ বল্লরী উর্বশি রুপে স্বপ্ন নগর।
তবুও স্বপ্নরা ঝাঁকে ঝাঁকে ডানা মেলে
উড়ে আসে হেতায়; ঐ মেঘ মোল্লার পাড় হতে গাঁও কুঞ্জবন ছেড়ে
সুখ সমৃদ্ধি বাঁচার সহচার্য্য উর্মিল সভ্যতায়।


ফিরে আসে চেতনা বার বার দারুন ক্ষোভে
বিদগ্ধ চেতনা জানান দেয়; মুখ গুঁজে নেতিয়ে পরে বাঁচার আহ্লাদ
স্বপ্ন মিলিয়ে যেতে যেতে, মিহি দানার প্রক্ষালন!


১৪২৫/ আষাঢ়/ বর্ষাকাল।