_______ভেসে ভেসে সরব জীবন বলয়


দক্ষিণা বাতাস,
মেঘেরা ঐ সে দুরে, রোদে পোড়া ঝিলিকেই ভেসে যায়
আর কানে কানে কইল মোরে ডেকে;
এসো মোর সাথে ঘুরে ঘুরে নিঃস্ব হই আমি, তুমি
ঐ দিগন্ত পাড়ে।


মেঘের এমন আকুলি বিকুলি ডাকে
আমিও ছুটে গেলুম তার সাথে
পড়ন্ত বেলায় এমন সোনামুখো আবেশে ভুলেছি দন্ডকাল;
সবে মেঘের মতো নিঃশেষ হতে বাকি
ফিরে দ্যাখা সাঁঝ ঘন আধার
সন্ধ্যা তারার  ঝিলিক গায়ে মেখে পরে রই
সবুজ ঘাসের সজ্জা।


এমনি করে মেঘ ভুলাইলে মোরে
আমি তারই মতো দিক্ষায় নিতে চাই দিশা
কি করে নিঃস্ব হতে হয়?
ফুরিয়ে যাবার বাসনা সে তো মহা কালের;
অথচ দ্যাখো মিলিয়ে যেতে চাই নিঃস্ব হতে হতে
মেঘের সজ্জায় রইব চির নিদ্রায়;
ভেসে ভেসে সরব জীবন বলয়।


১৪২৭/ ফাল্গুন/ বসন্ত কাল।