-----সে তুমি


কথা রাখা আর না রাখা বিষয়টি
খুবই আপেক্ষিক দু পক্ষেরই; সে তুমির জন্য তো বটেই
পথ ভুলে গেল যে জন।


সে তো পুড়ছে আগুনে পতঙ্গ পোড়ার মতো
তার সাথে তুমিও; তুষের আগুনে চুপি চুপি
ফাল্গুনের আঁধার বিষন্ন গীত ভেসে আসে।
চাঁদ ডুবা হলে সারা অনলে অস্থির
জ্বলা রাত প্রহরে কবিতারা; তোমারই সম্মুখে হাঁটে
প্রেতাত্মা বুনে তাহার অভিমান অভিশাপে।


সে দিন কথা রাখো নি বলে
বেঁচে আছো মিছে মৃত্তিকা রস বিনে; শুধু তৃঞ্চায় চেয়ে চেয়ে
চাতক চাতকিনী বিরল জল তৃঞ্চায়।
সে কি তার ভালে জুটেছে অহল্যা?
তোমার যাতনা ভুলে অভিমানে বাঁচে; সদা হাস্য রসে
করিতে যাপন প্রেমময় রসে।


সে উত্তর কে বা খুঁজে আর
কালের সময় আঁধার ঢাকে; বার বার উতলা স্মৃতি তনয়
জেগে জেগে উঠে বসে মনের কার্নিসে।


১৪২৫/ ফাল্গুন/ বসন্তকাল।