____ক্ষুধার দ্রোহ


মাছরাঙাদের আমোদ!
মাছের ঘ্রাণ ভাসে জল ভাসান পুকুরে
পদ্ম পাতার ছোপ ছোপ ছায়ায়
ঢেউ দুলে দুলে সবুজ ব্যাঙ; মৌনতা সুখে
কুঞ্চির আগলে বসা
বাঁশ ঝাড়ে পরশ বুলায় হাওয়া।
জলভাসানে মাছ
মুখ তুলে চায় ঢেউয়ের আঁচলে
সবুজ শেওলা
আপাদমস্তক বার্নিশে ঢেকে যায়।
মেঘের কাতারে মাঘ
জলের ছায়ায় কম্পিত কার্নিশে
বিষম উচ্ছ্বাসে ভেসে ভেসে যায়;
মাছরাঙা জলে
মেঘের ছায়ায়
পলক ফিরে আসে অপেক্ষার
তন্দ্রায় ভেসে, আচমকা ঝাঁপ জলে
ক্ষুধার দ্রোহ; জানান দেয় প্রহর।


আজ ৫ চৈত্র ১৪২৯