______যদি সে ফিরে


চায়ের ধুয়া উঠা ওমে
ক্লান্তির ঝিরঝিরে বাসনা অমৃত কলায়, যেন পৌষ পার্বণ সাজে
দিগন্ত বাক ছুঁয়েছে; ছিন্ন বিকেলের মায়া।
কথা দিয়েছিল ঐ কুটুক পক্ষী
তার সজনে ডালে বসে শীতের কার্নিশে কাঁদবে।
বয়ে গেল পৌষ যাতনা
অমিয় ক্ষরণে।


চুইয়ে পড়ে ঐ শিশির বিন্দু
ফোটা ফোটা করে; কুটুম পক্ষী এবার ডাক দিয়ে যায়
বিরহের অম্ল দহনে পোড়া ওমে।
শিথানে তারই
বিষ্ময়ে বিরহ কেঁদে কেঁদে ফিরে; যদি সে ফিরে
দেখবে তারে তিন যুগ পরে।
কি আছে তাহার প্রেমে?
কি রং কি কাল পুরাণ?


শুধু অতীত কথায় কথা হয়; বিবস আনমনে
অমোঘ তৃঞ্চা নেশা যেন কস্তুরী নাভিমুলে ঝরে পড়ে;
এবার ছুটে চলা, হাওয়ার গায়ে,


১৪২৭/শীত কাল/মাঘ