----যাক জ্বলে পুড়ে যাক


সব তো নিলে
বাঁকিটুকুও
নিঃস্ব করে ছাড়লে যখন
প্রমাদ গুনলে না মোটে
চাতুরতায়;


ভালোবাসায় কি চতুরতা চলে? এ যে নির্বোধ অম্ল সুধা
আকণ্ঠ জুড়ে বিষমের আঁচর
বিছুটির মতো যন্ত্রণায় পোড়ায়;


তাও সবাই কি অবোধ অবলীলায় সয়ে যায়
চাওয়ার মাধুর্য এখন পাহাড় চূড়ায়
শুধু গড়িয়ে যাওয়া; গড় গড়িয়ে গেল সুবর্ণ মিথ ভেবে
টুু শব্দ ও করল না; যদি মিছে কোলাহল হয়!
রশির সলতায় ধরেছে আগুন!
যাক জ্বলে পুড়ে যাক,,,


১৪২৫/ মাঘ/ শীতকাল।