-----মা হারা আমার মা


আমার মা ছিল মা হারা
মা হারা আমার মা; এখন যেমন আমি
অনাথ মা হারা! আগে পাইনি টের
সবই জানা তবু তল খুঁজা হয়নি কখনও
যখন এতিম আমি; মা হারা
তখন খুঁজি, মা আমার এমনি ছিল অনাথ দিশে হারা।


আড়াই তিন বছর বয়সে, মা হারা আমার মা
মামা মামির ফাই ফরমায়েশ শৈশব কিশোর কাটে
মামির আদরে হয়তোবা ঘুচেছিল মায়ের খানিকটা অভাব
সেই মামিই একদিন মা বুনে গেল!
শত যাতনা সয়ে অনাথ মা হারা আমার মা
যৌবনে সংসার আঁকড়ে; অনাথ মার প্রসন্ন সুখ
মা কি তার মায়ের মুখ আঁকতে পেরে ছিল?


না কি আজীবন বুকের ক্ষতে বেঁধে রেখে ছিল?
মায়ের মুখ! জানতে পারিনি কখনও
না কি আমার মতো বুকে চেপে ছিল
যাতনা ঘন নন্দন পোড়া তুষের আগুনে ধুঁয়া;
ধিক ধিক জ্বলে নিত্য পোড়ায় ক্ষণে ক্ষণে,,,


১৪২৫/ পৌষ/শীত কাল।