______ প্রেম যে কস্তুরী ঘ্রাণ


যেতে দাও আজ তোমার অবরুদ্ধ নগরীতে
বন্ধ দ্বার এবার খুলে দাও, নন্দন
কোলাহলে।
আর কত দিন রইবে অবরুদ্ধ, বন্দি অভিমানে
দ্যাখো হেমন্তের নবান্ন সুবাস, তোমার দ্বারে
খিড়কি খুলো!
কালের বার্নিশ দ্যাখো চির ধরেছে, নোনা ধরা
দেয়াল দ্যাখো পড়ছে খসে, নন্দন বাগে ঝরছে
হলুদ পাতা।


গহন লাগা প্রাচীরে আর কত ডাকবে খাঁচায়?
এবার পতঙ্গ বুনে যাও; প্রেম যে কস্তুরী ঘ্রাণ, যদি মিলে
সর্বনাশে।
বেলা শেষে ডাহুক ডাহুকির ডাক খুনসুটি বির্নিমানে
দেখলে না হেমন্তের পথে হেঁটে হেঁটে; ঝরা মাদার ফুলের পাপড়ি
তোমারে ডাকে।


১৪২৬/হেমন্তকাল/ কার্তিক।