---বিলাসী সুখ মোহ


হেমন্তের গহন লাগা চাঁদ
রাতে নগর জুড়ে তার রূপের রোশনাই
মিহি দানার প্রদাহ নিওন বাতির বসন খসে পড়ে
জোছনার মূর্ছনা উঁকি দেয় উঁচু দালানের গা ঘেঁসে
স্বচ্ছ কাঁচে জোছনার প্রতিসরণ!
রাঙা ফুটপাতে, ঝলমোলায় পথচারীর মুখ; যেন ছুঁয়ে দেয়
অবিনাশী ভালোবাসার বর।


কত রাত নগর যাপনে দেখেনি?
হয় তো কারো, খুঁজে দেখাই হয় নি
দালানের আনাচে কানাচে; ফেরার আগেই
ডুবেছে, উবে গেছে বিলাসী জোছনা।
কখনো বা ফারাক থেকেছে, নিয়ন বাতির আড়ালে ঢেকেছে
সুরম্য আলোর মাদকতায় ফিরে দেখেনি কেউ
শুধু পেয়েছ টের আঁধারে ফুটপাতে ঝুপরি ঘরটা
জোছনায় থৈ থৈ আলোর বন্যা বিরহ যাতনায় জেগে উঠে
জোছনা পেলব মেখে; বিধবা সখিনা
হাম ছেড়ে, জেগে উঠা তন্দ্রা ঘুমে
জোছনামুখো হয়ে বসে ভাঙা ইটগুলো উপর
আর খুঁজে ফিরে জোছনার পরতে পরতে
মিহি দানা মেশানো, বিলাসী সুখ মোহ।


১৪২৫/হেমন্তকাল/ অগ্রহায়ণ