+++++বি-স্বাদে স্বদেশ আমার


আধুনিক লুটেরা দল, কপোট ভারি
শোষণ বঞ্চনার নিমিত্ত
আমজনতা বলে তাকে
মহান সেন্ডিগেট।


চাউল ডাল পিঁয়াজ
চিনি আলু তরমুজ
যা পায় তাই গোপা গফ খাচ্ছে গিলে
আমজনতা শুধু তা দ্যাখে চেয়ে চেয়ে।।


কপাল চাপড়ে
স্বাদ মিটে আমজনতার,
তাই তো সোদা লয়ে হাঁটে
রক্তক্ষরণ বুকে।


কি করিতে কি হয় ! উঁপায় শুধু খুঁজে
সব কিছুর দায় যেন
আমজনতার ঘাড়ে চাপে।


আজ ৬ চৈত্র ১৪৩০