_______হইল না আপন ফুরাইল মায়া যতন


ভাদরের কার্নিশে শরত ঝুলে রয়
কোথায় কেবা জানি কাশ ফুলে হারায়?
পথের বাঁকে বাঁকে আজ পড়েছে পলির স্তর
হারিয়েছে পথের চিহ্ন যেন নতুন আর বার।


এই পথেই তুমি হেঁটে ছিলে
বালুকা বেলায় প্রভাত ফেরীর ঐ প্রত্যয়ে; যেন কমলা গাঁথা
আঁচর কাটা সিঁথানে আজও শৈশব তির তিরে বাতাসে মিলায়।
ঢলে পড়া বেলায় প্রলম্বিত ছায়া দীর্ঘ থেকে দীর্ঘ হয়
দৃষ্টির আড়মোড়া ভেঙ্গে ক্ষয়ে ক্ষয়ে যায় অতীত
তোমার ভালোবাসা এখন কেন জানি বিন্দুতে মিশেছে?


তোমাতে আমাতে কাব্যিক গগন পাড়ে
ছুঁয়ে আছে যে টুকু মায়া তার; খানিক সর্বনাশে
খুঁজিতে খুঁজিতে আত্ম আপন তরে
বিছিয়েছিলুম মায়া খানিক হাত বাড়িয়ে।


এমনি পথের খাঁজে শরতের মেঘের মতো
থরে থরে ঐ বাসনা সাজে অমোঘ নেশার বান
হইল না আপন ফুরাইল মায়া যতন।


১৪২৮/শরতকাল/ভাদ্র