=====পথের বাঁকে পথের অর্ঘ

পথের কিনারে পথ বেঁকে যায়
সদা মাটির গন্ধ ছড়িয়ে রয়।
ধুসর মেঘমালার দল পালিয়ে যায়
রৌদ্র পোরা বৈশাখে সুদূর ঐ দিগন্তে।
দিগন্তে ঐ জনমানব শূন্য প্রহেলিকা কয়
ফিরে ফিরে যেন ঐ পথিক হেঁটে যায়।
মেঘের নন্দন কালো রূপে ঝড় ঝঞ্ঝা বাজে
পথ হারিয়ে পথিক সেথায় কোন স্বপ্নে বাঁচে।
তাহার তাহাতে পথের বাঁকে এ কোন মায়া!
দিশাহারা পথে কোন আঁচলে টানে।
পথে যে তার পথ হারানোর সুখ
কে তারে বাঁধিবে মোহ মায়ায় একতারার।

পথিক সদা যে পথের মান্য বর
সাধ্য কার কে তারে রাখিবে বেঁধে উম্মুক্ত পথের দোর।
পথের দিশায় পথের গুঞ্জন রটে যায়
দিগন্তে ঐ মেঘ বালিকা স্বপ্ন এঁকে ভেসে রয়।
কে তারে মেলাবে বিরহে মাতম ঠেলে
রং লাগা ঐ প্রকৃতি চুমে মান অভিমান ভেঙে।

আজ ২ জ্যৈষ্ঠ ১৪৩১