________মানুষ মানুষে বিভেদ


মানুষ মানুষে বিভেদ. ভারি জটিল!
এ যে সোনাতন যুদ্ধ; ক্ষয়ে গেছে কাল
পুড়ে গেছে পিতামহের বসত বাড়ী বহু, বহু কাল।
ক্ষয়েছে প্রকৃতির
মৃত্তিকা দহন; যাপিত কাল বদ্‌লেছে সদলবলে।


ক্ষুধায় মরেছে কতক?
আহত আপ্লুত রক্তমাখা বুক যাতনা সয়ে
কেঁদেছে আকাশ পানে;
বুকের পাঁজরে কষ্টের পাহাড় জড়িয়ে বাঁচে, মানুষ তো মানুষেরা
তবুও মানুষে মানুষ বিভেদ ভারি;
উঁচু নিচু তে ষোলকোলা! লোভ লালশায় বিবেক ভোতা
সুখের আঁচলে নিত্য স্বপ্ন পুড়ে খাক।


মানুষ মানুষের ভোতা বিবেক জাগ্রত মহীয়ান
তার বজ্রমুষ্টি র করতলে ক্ষমতার দম্ভ অফুরান।
নিঃশেষ হবে, হবে না কখনও!
অমৃত সুধা পানে নিত্য আশা জাগে তার;
অমৃত সুধা পানে তাই নিত্য বলিয়ান ধ্বংসে মাতে
মানুষ মানুষে বিভেদ, ভারি জটিল!


১৪২৮/কার্তিক/হেমন্তকাল।