আমি তোমাকে জানতে চেয়েছি


আমি তোমাকে জানতে চেয়েছি
আচমকা মেঘের মতো,মেঘ যেমন তার
জলের ছোঁয়ায় বেঁচে উঠে অবলীলায়;
আমিও তেমনি বাঁচতে চেয়েছি!জেগে উঠতে চেয়েছি!
নিঃস্ব মেঘের মতো সব ফুড়িয়ে।


লজ্জাবতীর মতো জড়ানো সীৎকার
কুড়াব তোমার রঙধনু! আঁচল পেতে বস
ফুলের রেণু সাজাবে তোমায়;
সবুজ ঘাসের গালিচায়, বস হে পূর্ণা দেবী
আঁড় চোখে তাকিয়ে রয় যুগোল কাঠবিড়ালি।


১৪২১@২১ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।