আর কি বা চাওয়ার ছিল তার?


আর কি বা চাওয়ার ছিল তার? চাওয়া পাওয়ার এই দীর্ঘ পথ। অমানিশায় রজনি কেটে গেল কত? আকাশে তবুও ভাবনার অম্বর উড়ে। স্বপ্ন ডানায় ভাসে জীবন। তাও আবার চাইবার সুখটুকু পাবার আশায়। দিনের বিপনন রাতের গায়ে কড়া নারে। শুদ্ধ বাতাস গুমোট গরমে রুপ নেয়। মিছে মেঘ কখন যে ঘূর্ণিঝড়ে তড়পায় কে জানে? কে জানে জীবন নিয়তির বেড়াজালে আবদ্ধ? তবু তার চাওয়া ছিল ঢের বেশী। এতটুকু জীবনে যতটুকু দরকার তার চেয়েও বেশী। এই যে বেশী, সেও তো জীবনে জন্য; তাই না? জীবন বাঁচার জন্য না বাঁচার জন্য জীবন? ক্ষুরধার সঞ্চালন বটে।


সব কিছু আপেক্ষিক ভাবনায় মিঠে না। এই চাওয়ার আধিক্য সব সময় একটু বেশী। মেঘ তার শরীর জুড়ে বৃষ্টি বয়ে বেড়ায়। নদী তার জোয়ার ভাটায় খেলা। বসন্ত এলে ফুল ফোটে। তাই বোধ হয় চাওয়ার লোভ সংবরণ করা মুশকিল বটে।


১৪২১@ ১৮ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।