ইদানিং তাকে আর চেনা যায় না


ইদানিং তাকে আর চেনা যায় না
যেন আষাঢ়ে মেঘ! সাত রং এর জৌলুস মাখা
বর্ণাঢ় যৌবন তার; ফিরে এলো যেন
সনাতন সেই বর্ষা পূর্ণা শতদল।


প্রকৃতি আজ বিচিত্র বর্ণা
পুবের মেঘ; সিঁথিতে সিঁদুর রাঙা
অস্তাচল আকাশ জুড়ে বেদনা রঙা ডোরাকাটা মেঘ
সঁপেছে যত পথ চাওয়া; দিগন্তের ঐ পদতলে।


আমলকির ডালে তিলা ঘুঘু ডাকে
সদ্য বৃষ্টি স্নানে; বনতল নব চেতন ফেরে
আকাশে খাঁজ খাঁজ নীলের সৌহার্দ্য যেন
স্বপ্ন ঘোর সাজানো চেতনার সোনালু বিভ্রম।


জারুল তলে সবুজ আগাছায় ঢাকা
বুনো ঘাসের আস্তরনে স্যাঁতসেঁতে গন্ধ মাটির ভেসে আসে
সাঁঝ বাদলের রাত ঘনালে জোনাক জোনাকিরা
নিবির আবাসনে নির্লিপ্ত রাত জাগে।


১৪২১@ ৩ আষাঢ়, বর্ষাকাল।