সে দিন তো আর ফিরবে না


সে দিন তো আর ফিরবে না, বাতাস ঠিকই ফিরল
আঁচল টায় সেই যে বুনো ঘ্রাণ, তা আর নাই মিলল
চাঁদের বাহার জোছনা বিভাস, আবার রাত জাগাল
সেই যে রাতের বুকের ব্যাথা, কেন স্মৃতির আগল খুলল?


তীর্যক রৌদ্রের প্রসন্ন দুপুর, পায় রে টের পথিক পবন
আকাশ বুকে পড়ছে খসে, বৃষ্টির গায়ে মেঘের মরন
বেশ তো ছিল পুরনো সেই মিষ্টি বাতাস, স্মৃতির ঘায়ে বাজল বেহাগ
এমন করে চাইতে গেলেই, আচমকা ঐ মেঘ দুয়ারী ঝর ঝরিয়ে বৃষ্টি সোহাগ।


মন উদাসী আকাশ যে আজ, মেঘে তাড়নায় যাচে
বুনো হাওয়ায় মেঘ বালিকা, স্বপ্ন কেনায় বাঁচে
পুরনো সেই রাত্রি দিনের, নিত্য নতুন হরহামেশা খেলা
ইতিহাস জুড়ে কালের কথা, সেই যে রং ছড়ানো মেলা।


১৪২১@ ৫ আষাঢ়, বর্ষাকাল।