জড়বস্তুর সিঞ্চন গহবরে লুকানো প্রাণ


বর্ষার এই যে প্রাণান্তর বৃষ্টির নিমজ্জন
চারিদিক সদ্য সবুজ; তাহলে
বর্ষা কি জড়বস্তু নয়?
জড়বস্তুর সিঞ্চন গহবরে লুকানো প্রাণ
যাকে বলছি ধারক; যেমন মৃত্যুর খোলে
প্রাণীকূল বেঁচে থাকে ধার করা সজীবতা নিয়ে।


এই যে খোলা আকাশ,
বাতাসের বিহ্বলতা; কুড়িয়ে পাওয়া যায়কি প্রাণের সঞ্চালন?
শ্বাস প্রশ্বাসের নিত্য যাওয়া আসা; প্রাণীর সজীব শরীরে
তাই যদি হয় জড়বস্তুর সহায়ক প্রাণের প্রচ্ছন্ন প্রাণ।


জড়বস্তুর ছোঁয়ায় যদি প্রাণ জেগে উঠে!
যদি নতুন প্রাণের জন্ম হয়; জড়বস্তু কে প্রাণহীন বলছি কেন?
নদীর জোয়ার ভাটায় প্রাণের রমন; বাউলের পথের ধুলায়
এ কোন সজীবতা ছড়িয়ে বেড়ায়?


১৪২১@ ১২ আষাঢ়, বর্ষাকাল।