বাড়ি ফেরার পথে মৃত্যু


বাড়ি ফেরার পথে মৃত্যু
রাইফেলের গুলি ছেদন করেছে পৃষ্ঠদেশে; আজরাইল কি ঐ গুলিতে বসে ছিল?
কি ভাবে পুড়ছি? সারা পৃথিবী জ্বল জ্বল চোখে তাকিয়ে দেখল
কি সেই নির্লজ্জ আগ্রাসন!


গোলাবারুদ আর ক্ষেপণাস্ত্রের আঘাত
কি ভাবে জ্বলছে নগর বন্দর, পুড়ছে নগর ধ্বংসস্তুপে রক্তের স্রোত
লাশের কফিনে প্রতিশোধের অঙ্গিকার; আর কত কাল মৃত্যু আর মৃত্যু
মানবতায় এখন ধূসর রং ধরেছে।


ঐ যে বললাম ক্ষেপণাস্ত্রের আঘাত,
বাড়ি গুড়িয়ে গেল; ধ্বংস স্তূপের ভিতর কাঁড়ি কাঁড়ি রক্ত ভেজা লাশ
মানবতা এখন শুধু কথার বাহানা; বর্ণচোরা রং এর মতো ভোল পাল্টানো
পৃথিবীর কাছে মৃত্যু যেন অতি তুচ্ছ ঘটনা।


মৃত্যু যেন সর্বা সহা,
সময় কালে আর ইতিহাস লিখে না তার নাম; বড়ই অচ্ছুত সেই মৃত্যু
মৃত্যুর কফিনে আঙ্গুল ছুঁয়ে প্রত্যয়; শুধু জন্মভূমি আর বাঁচার জন্য
বার বার মৃত্যুর পথে হাটি কপালে গুলি তবু মানবতা বাঁচে।


১৪২১@২৮ আষাঢ়, বর্ষাকাল।