নিরাকার কেমন করে জানি?


নিরাকার সাকারে যদি,
বায়ুর ঘূর্ণিতে মেঘের জন্ম হয়।
চাঁদের আলো কি দোষ করল?
কেন যে ধরে তারে রাখা যায় না ঘরে?
বিন্দু বিন্দু জলে যদি সাগর বয়ে যায়,
সাকারে এমন রুপ:
নিরাকার কেমন করে জানি?
আকারে রপ গড়ে নেয় সাকারে।


সবখানে তো একই খেলা আকারে,
আর নিরাকারের গোপন মেলা
সেই মেলাতেই প্রাণী জড়,
আকাশ বাতাস স্বপ্ন ঘোরের খেলা।
রাত্রি দিন আকার সাজে,
সেই সাজাতেই লুকিয়ে থাকে অজানা যত রুপ
সেই রুপেরই মোহ জালে,
অমানিশার কি জাদু স্বর্গ মর্ত্য পাতাল ঘোরে?


১৪২১@ ১৮ আষাঢ়, বর্ষাকাল।