আষাঢ় বাদলে


আষাঢ় বাদলে খাল বিল জলে টইটুম্বর
কৃষকের উঠান জুড়ে জলে থৈ থৈ; গোয়ালঘর আধা জলে ডুবা
খড়ের উনুন চালটা ভিজে স্যাঁতস্যাতে; খড়ের পালা বানের জলে ভাসে
একদল উচ্ছ্বল কিশোর কলার ভেলায় চেপে হুরোহুরি।


ঘাটে পানসি বাঁধা এখানে ওখানে যাওয়ার
একমাত্র বাহন এখন নৌকা; গঞ্জের হাট বারে বসে হাট
এ যে বাংলার চির চেনা রুপ; বর্ষায় আবার এসেছে ফিরে
জেলে পাড়ায় মাছ ধরা সাজ সাজ রব।


বৌ ঝিদের এবার মৌনতার দ্বার ভেঙেছে,
এসেছে বর্ষা অপেক্ষার পালা শেষ; নাইওর যাবে বাপের বাড়ি
ঘোমটার আঁড়ালে মুচকি হাসির বাহানা; স্মৃতির হাঁপর টানে রাত পোহায়
স্রোতের টানে ভাবনার আঁকিবুকি ভাসে জল ডুবা ভেলায়।


১৪২১@২৫ আষাঢ়, বর্ষাকাল।