এখনও এখানে একই তান্ডব


এখনও এখানে একই তান্ডব
যুগের ধারাবাহিকতায় এখনো সেই একই বর্বরতা
হত্যা খুন লুণ্ঠন কেবল ধরনটা ভিন্নতর।


সেই আদি যুগে,
প্রতিকূলতার সাথে যুদ্ধ ছিল বাঁচার জন্য
প্রপিতামহের সেই যুদ্ধ ছিল প্রগতি নির্মাণের
সেই শিকড় যুগের যুদ্ধ সম্ভবনার দ্বার উম্মোচনের।


অথচ আজ মৃত্যু যেন হোলির তান্ডব
লাল রক্তে জাবরকাটা মাংস খাদকের
দল বেঁধে রক্ত সুরায় আড্ডায় নিশি যাপন।


পথে পথে মানুষের আহাজারি
পথে দিশে হারা মৌলিক অধিকার বিবর্জিত
গৃহহারা মানুষের অশ্রু ধুলায় গড়ায়
সভ্য মানুষের পা মারিয়ে যায় মৃত মানুষের রক্ত তিলক
ক্ষণিক দুঃখবোধের বিলাসিতায় কাতর
তবুও অমানিশার ঘোর নামে মৃতরা জেগে উঠার দ্বারপ্রান্তে।


১৪২১@ ১২ ভাদ্র, শরৎকাল।