নতুন সেতো পুরোনো ঐশ্বর্য!


নতুন সেতো পুরোনো ঐশ্বর্য!
আকাশের খসে পরা নীলে শঙ্খচিলের বিরহী সাজ
নোনা ধরা হাওয়ার গা জুড়ে চুঁইয়ে পরে যত শীর্ণতা।
গাছের সবুজ বাকলের রস চুঁইয়ে চুঁইয়ে
শুল্ক কঙ্কাল বুনে ধীরে ধীরে খসে পরে
শীত নিদ্রায় খসে পরা সরীসৃপের খলস এড়ানোর মতো।
ইতিহাস বলে কথা স্বরণ কাল ধরে রাখে সেচ্ছায়
পুরোনো কে নতুন মোলাটে নতুন সাক্ষ্যদানে তৎপর।
অথচ জীবন জেতা দেহ দেখ নতুন কোলাহলে ফিরে না
ক্ষয়ে যাওয় চাঁদের আধেক আলোয় আঁধার তবু ঘুচে না।


পুরোনো সেই বিবেক বুদ্ধি নতুন চালনে চেলে,
সান দেয়া সেই তরবারির মতো মুক্ত তেজে উঠে;
ঐ দেখো উজান হাওয়া স্বপ্ন বুনো মেঘে যায় ধেয়ে হেসে
আমি তুমির সেই কঙ্কাল ধ্যান ঋতু বদলে মজে।


১৪২১@১৫ ভাদ্র, শরৎকাল।