ভুতু সোনার গাঁও


শরত এলেই আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
উদাস আকাশ নিল হারিয়ে
স্বপ্ন দেখার মেলা।


মেঘের ভেলা যায় রে ভেসে
ভুতু সোনার গাঁও,
দিগন্ত ঐ সাজে রে ভাই
মেঠো পথে যাও।


সবুজ মাঠের ক্ষেত জুড়ে
বাউল হাওয়ার ঢেউ,
লাউয়ের মাচায় ফুলের কুঁড়ি
হাওয়ায় দোলে মৌ।


১৪২১@ ২২ ভাদ্র, শরৎকাল।